শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে মেহেদী হত্যার আসামি দুলাল গ্রেফতার

| প্রকাশিতঃ ২২ জুন ২০১৭ | ১২:২৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বাদল হত্যার আসামি হাবিবুর রহমান দুলাল ওরফে লাল দুলালকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত ১১টার দিকে বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলাবাজার ডেবারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে ওসি মোহাম্মদ মহসীন জানিয়েছেন।

গ্রেফতার হাবিবুর রহমান দুলাল (৪০) নগরের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলাবাজার এলাকার শেখ উকিল উদ্দিনের ছেলে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তালিকাভুক্ত সন্ত্রাসী দুলালকে গ্রেফতার করা হয়। সে মেহেদী হাসান বাদল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া সম্প্রতি চন্দ্রনগরে ধর্ষণের চেষ্টার অভিযোগের এক মামলায় তাকে আসামি করা হয়েছে।

দুলালের বিরুদ্ধে ১০ টির বেশী মামলা আছে জানিয়ে ওসি মোহাম্মদ মহসীন বলেন, শেরশাহের এক সময়ের ত্রাস ছিল দুলাল। হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগে তার বিরুদ্ধে বায়েজিদ ও পাঁচলাইশ থানায় মামলা আছে। দীর্ঘদিন ধরে পলাতক থেকে অপরাধ কর্মকাণ্ড করে আসছিল দুলাল।

প্রসঙ্গত গত বছরের ১ সেপ্টেম্বর রাতে শেরশাহ কলোনিতে নিজ বাসার সামনে গুলি করে হত্যা করা হয় পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নগর যুবলীগের কর্মী মেহেদী হাসান বাদলকে। এই ঘটনার কয়েকদিন পর নিহত মেহেদীর স্ত্রী মোবাশ্বেরা বেগম বাদি বায়েজিদ থানায় দুলালসহ ২২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।