চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে জব্দ হওয়া প্রায় পৌনে তিন কোটি ভারতীয় রুপির নোট জাল বলে শনাক্ত হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক পরীক্ষার প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনটি দেন সিআইডির জাল নোট বিশেষজ্ঞ ফরেনসিক বিভাগের পরিদর্শক আবু সাঈদ।
এর আগে ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম বন্দরের আট নম্বর ইয়ার্ডে একটি কন্টেইনার খুলে ২ কোটি ৭১ লাখ ৭৩ হাজার ৫০০ রুপি পায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এ ঘটনায় বন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, কাস্টমস অ্যাক্ট ও ব্যাগেজ আইনে ছয় জনকে আসামি করে মামলা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সংঘবদ্ধ অপরাধ শাখার ইউনিটের পরিদর্শক লিটন দেওয়ান বলেন, ফরেনসিক পরীক্ষার প্রতিবেদনটি কয়েকদিন আগে পেয়েছি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উদ্ধার করা প্রতিটি ভারতীয় নোটই জাল। মামলার তদন্ত প্রতিবেদনের সঙ্গে নোটগুলোর ফরেনসিক প্রতিবেদনও আদালতে দাখিল করা হবে।