চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় ফারুক হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে বৈরাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মুছা তালুকদারের সমর্থক আর আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোঃ সোলায়মানের মধ্যে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফারুক হোসেন, ফরহাদ ও আবদুর রহমান নামের তিনজন গুরুতর আহত হন। পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন, প্রতিপক্ষের হামলায় শিকার ফারুক ও আরো দুইজনকে সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে আনা হয়। সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফারুক মারা যান। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।