রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

পাকিস্তানে তেলের লরি বিস্ফোরণে নিহত ১২৩

| প্রকাশিতঃ ২৫ জুন ২০১৭ | ১:৪৭ অপরাহ্ন

পাকিস্তান: পাকিস্তানের বাহাওয়ালপুরে একটি তেলের লরি বিস্ফোরিত হয়ে অন্তত ১২৩ জনের মৃত্যুর খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

জেলা প্রশাসক রানা মোহাম্মদ সালিম আবদুলের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, রোববার সকালে এ ঘটনায় অন্তত ১২৩ জনের মৃত্যু হয়েছে, দগ্ধ হয়েছে আরও অন্তত ৭৫ জন।

স্থানীয়ভাবে পাওয়া তথ্যের বরাতে বিবিসি লিখেছে, অতিরিক্ত গতির কারণে ওই লরি উল্টে গেলে তেল চুইয়ে পড়া শুরু করে। সেই তেল সংগ্রহ করতে সেখানে জড়ো হয়েছিলেন বহু মানুষ। আর তখনই কোনোভাবে আগুন লেগে ট্যাংকারে বিস্ফোরণ ঘটে।

ওই সময় আশপাশে থাকা ছয়টি গাড়ি ও ১২টি মোটরসাইকেলও আগুনে ভস্মীভূত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে লরির আগুন নিয়ন্ত্রণে আনে।

ডন জানিয়েছে, আহতদের জেলা হাসপাতালের পাশাপাশি বাহওয়াল ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনীও উদ্ধারকাজে সহযোগিতা দিচ্ছে।