বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

দেশের কল্যাণ ও অগ্রগতি কামনায় চট্টগ্রামে ঈদ-জামাত অনুষ্ঠিত

| প্রকাশিতঃ ২৬ জুন ২০১৭ | ১১:১০ পূর্বাহ্ন

চট্টগ্রাম : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য আর বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সোমবার (২৬ জুন) ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। দুই দফা নামাজে এই ময়দানে সমাগম ঘটেছে লাখো মুসল্লির।

সকাল ৮টায় জমিয়াতুল ফালাহ মসজিদে প্রথম জামাতে ইমামতি করেন মাওলানা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আল কাদেরী। এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েন রাজনীতিবিদ, ব্যবসায়ী-শিল্পপতিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
দ্বিতীয় জামাতে ইমামতি করেন মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী।

সম্ভাব্য নাশকতা মোকাবেলায় জমিয়াতুল ফালাহ মসজিদের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রবেশপথের তিনদিকে বসানো হয়েছে আর্চওয়ে। মেটাল ডিটেক্টরে তল্লাশি চালিয়ে মুসল্লিদের মসজিদে প্রবেশ করতে দেয়া হয়।

জমিয়তুল ফালাহ মসজিদের ঈদ জামাতে নামাজ আদায় করেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, সাবেক সিটি মেয়র চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মাহমুদুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল ইসলাম চৌধুরী নওফেল, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ।

নামাজ শেষে দেশের কল্যাণ ও অগ্রগতি কামনা করে মুনাজাত করা হয়।