
চট্টগ্রাম : জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বের হয়েছে আরপেজিও মিউজিক স্কুলের সাতটি ব্যান্ড ও পাঁচজন সলো আর্টিস্টের গানের মিক্সড অ্যালবাম ‘শিকড়’।
রোববার (১৬ অক্টোবর) নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অডিটোরিয়ামে জমকালো কনসার্ট আয়োজনের মাধ্যমে ‘শেকড়’ অ্যালবামের মোড়ক উন্মোচন ও আরপেজিও’র ১৩ বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়।
বাংলাদেশী সঙ্গীতের কিংবদন্তি রক ব্যান্ড ‘শিরোনামহীন’সহ কনসার্ট মাতিয়েছে দ্য ট্রি, উন্মাদ, সিনহা ব্রাদার্স প্রজেক্ট, দ্য ক্যাপসিকাম, এভোক্যাডোস, ঘোস্ট রেডিও, দ্যা ক্যারোট ব্যান্ড।
একইসাথে একক পরিবেশনায় ছিলেন শেখ ইশতিয়াক, ইমতিয়াজ আনোয়ার, তাইবা তুলবি, অনামিকা এবং রিদওয়ান। বিকাল তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই কনসার্ট মানুষকে মাতিয়ে রাখে।
আরপেজিও মিউজিক স্কুলের প্রতিষ্ঠাতা নাজিম উদ্দীন জাহেদ বলেন, ‘আমরা যারা শিল্পী, আমরা প্রতিনিয়ত গান করি, গান বানাই। গান বানিয়েই মিউজিশিয়ান হিসেবে আমাদের বেঁচে থাকা। তবে শেকড় অ্যালবামের মোড়ক উন্মোচনের মাধ্যমে আমার স্বপ্ন পূরণ হয়েছে। কারণ, এখানে কেবল আমি নই বরং আমার শিক্ষার্থীরা গান করেছে। শিল্প ছড়িয়ে দেওয়ার মতো সুন্দর ভাবনায় নিজেকে সফল মনে হচ্ছে আজ।’
উল্লেখ্য, আরপেজিও’র মোট শিক্ষার্থীর সংখ্যা চার হাজারের বেশি। চট্টগ্রামের দামপাড়া, হালিশহর ও জামালখানে এই স্কুলের অবস্থান৷ গিটার, বেজ, ড্রাম, উকুলেলে, ভায়োলিনসহ প্রায় সব-রকমের ইন্সট্রুমেন্ট শেখানো হয় এই মিউজিক স্কুলে।