চট্টগ্রাম: দ্বিতীয়বারের মত ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি সুজানগর মনিরুল উলুম সুন্নীয়া মাদরাসা হেফজখানা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা আবুল বশর।
আবুল বশর ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক। তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
গত শুক্রবার সুজানগর মনিরুল উলুম মাদরাসা ও এতিমখানার পরিচালনা পরিষদ গঠনে মাদরাসা অডিটরিয়ামে মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য সুলতান আহমদের সভাপতিত্বে এবং মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ মোরশেদুল আলমের পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সবার সম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবুল বশরকে সভাপতি নির্বাচিত করা হয়। আগামী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- সমাজ সেবক নুরুল ইসলাম মেম্বার, নুরুল ইমান, মাষ্টার শফিউল আলম, মো. মুছা, জসিম উদ্দীন মেম্বার, আবু তাহের চৌধুরী, খায়ের মোহাম্মদ, জসীম উদ্দীন চৌধুরী, নুরুল আলম মনা, মাষ্টার মো. হারুন, জহুর মেম্বার, নুরুল হুদা বাবুল, মো. শাহজাহান, মো. তাজুউদ্দীন,মো. মহসিন, মাহবুবল আলম, মাওলানা আলাউদ্দীন, আলী হোসেন, সিরাজুল হক, মো. শামসুল আলম, মো. ইব্রাহিম, খোরশেদুর আলম, জসিম উদ্দীন প্রমুখ।