শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুদিনের জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব কাল থেকে

প্রকাশিতঃ ২৪ নভেম্বর ২০২২ | ৬:৩৪ অপরাহ্ন


ঢাকা : বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার আয়োজনে আগামীকাল শুক্রবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শুরু হচ্ছে দুই দিনের জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব।

এটি উৎসবের ৩৩তম আসর। শুক্রবার সকালে এই আয়োজন উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রথম দিনের আসরে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও বাচিকশিল্পী আশরাফুল আলম এবং মুক্তিযোদ্ধা ও সংগীতশিল্পী মো. রফিকুল আলমকে সম্মাননা জানানো হবে।

একক ও দলীয় পরিবেশনায় এবারের উৎসবে সারা দেশের প্রায় ২০০ জন শিল্পী অংশ নেবেন। সুরতীর্থ, সংগীতভবন, বিশ্ববীণা, বুলবুল লতিকলা একাডেমি (বাফা), উত্তরায়ণ- এ পাঁচটি সংগীত দল উদ্বোধনী পর্বে অংশ নেবে।

দুই দিনের অনুষ্ঠানে গানের পাশাপাশি আবৃত্তি পরিবেশন করা হবে।

রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক পীযূষ বড়ুয়া।