শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে জলদস্যু সর্দার কামাল গ্রেফতার

| প্রকাশিতঃ ৫ জুলাই ২০১৭ | ৪:২৪ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের অস্ত্র ও গুলিসহ মো. কামাল (৫৫) নামের এক জলদস্যু সর্দারকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার গভীর রাতে পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. কামাল বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় ও মেঘনা মোহনার জলদস্যু ‘কামাল বাহিনীর’ প্রধান। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়।

র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ এলাকা থেকে কামালকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে আটটি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৬ লাখ ৩৯ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, কামাল বঙ্গোপসগরের উপকূলীয় এলাকায় ও মেঘনা মোহনার ট্রলার ডাকাতির পাশাপাশি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে কমপক্ষে ১১টি মামলা আছে।