চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫টি সোনার বার উদ্ধারের ঘটনায় মোহাম্মদ বদিউল আলম নামে একজনকে ৬ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই রায়ে ১০ হাজার টাকার জরিমানা করা হয়েছে। বুধবার চট্টগ্রামের সিনিয়র স্পেশাল সেশন জজ মো. শাহে নূর এই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত বদিউল আলম চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা এলাকার নোয়া মিয়ার ছেলে। বর্তমানে পলাতক আছেন তিনি।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২৮ ডিসেম্বর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫টি সোনার বারসহ আটক হন দুবাই প্রবাসী বদিউল আলম। এ ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ নগরীর পতেঙ্গা থানায় মামলা করে। ২০১৫ সালের ৯ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ৩০ আগস্ট অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, ১০ জনের সাক্ষ্য শেষে আসামিকে ৬ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই রায়ে আদালত তাকে ১০ হাজার টাকার জরিমানা করেছেন। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও দুই মাস কারাগারে থাকতে হবে।