ঢাকা: বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনার রেশ না কাটতেই আবার রাজধানীর বনানীতেে ‘জন্মদিনের দাওয়াতে’ ডেকে নিয়ে গত মঙ্গলবার রাতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার ওই তরুণী বনানী থানায় বাহাউদ্দিন ইভান (২৮) নামের এক ব্যবসায়ী পুত্রের বিরুদ্ধে মামলা করেছেন।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানান, মঙ্গলবার রাতে ইভান বনানী ২ নম্বর সড়কে নিজের বাসায় ডেকে নিয়ে পূর্ব পরিচিত এক তরুণীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। অভিযোগকারী তরুণী টিভি অভিনেত্রী। ইভানের বাবা বোরহান উদ্দিন বনানীতে তার একটি বিপণি বিতান রয়েছে। ইভান বিবাহিত এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ওই তরুণীকে ভিকটিম সাপোর্টে সেন্টারে রাখা হয়েছে। বৃহস্পতিবার তার ডাক্তারি পরীক্ষা করা হবে।
এজাহারের উদ্ধৃতি দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘ইভান তার ওই বান্ধবীকে জন্মদিনের দাওয়াত দিয়ে নিজ বাসায় নিয়ে আসে। ইভান তার মায়ের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়ার কথা বলেছিল। ওই তরুণী সন্ধ্যার পর বাসায় এসে দেখে কেউ নেই। এরপর তাকে আটকে গভীর রাত পর্যন্ত ধর্ষণ করে এবং রাত ৩টার দিকে বাসা থেকে বের করে দেয়। ইভান মোবাইল ফোনটিও রেখে দেয় বলে ওই তরুণী জানান। ভোরে থানায় গিয়ে ঘটনাটি জানান ওই তরুণী। পরে স্বজনদের সঙ্গে পরামর্শের পর মামলা করেন।’
পুলিশ কর্মকর্তা আরোও বলেন, ‘ওই তরুণী বুধবার থানায় লিখিত অভিযোগ করার পর ইভানকে গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে পুলিশ। এখন পর্যন্ত ইভানকে গ্রেপ্তার করা যায়নি।’