শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

কর্ণফুলী উপজেলার নতুন ইউএনও বিজেন ব্যানার্জী

| প্রকাশিতঃ ৬ জুলাই ২০১৭ | ৪:১১ অপরাহ্ন

মোর্শেদ নয়ন : কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজেন ব্যানার্জী; তিনি বর্তমান ইউএনও আহসান উদদিন মুরাদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

গতকাল বুধবার চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা এই আদেশ জারী করেন।

এর আগে সিলেট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিজেন ব্যানার্জী। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৯ তম ব্যাচের কর্মকর্তা বিজেন ব্যানার্জী মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার সন্তান।

মুঠোফোনে যোগাযোগ করা হলে নতুন নিয়োগপ্রাপ্ত ইউএনও বিজেন ব্যানার্জী একুশে পত্রিকাকে জানান, দুই-একদিনের মধ্যে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।

এদিকে চলতি বছরের ১৭ এপ্রিল নবগঠিত কর্ণফুলী উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করা আহসান উদদিন মুরাদকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বদলী করা হয়েছে।

২০১৬ সালের ৯ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১২ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকার চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন চরলক্ষ্যা, চরপাথরঘাটা, শিকলবাহা, জুলধা ও বড় উঠান ইউনিয়ন সমন্বয়ে কর্ণফুলী থানাকে উপজেলায় উন্নীতকরণের সিদ্ধান্ত গ্রহণ করে।

চলতি বছরের ২৯ এপ্রিল কর্ণফুলী উপজেলা পরিষদের আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু হয়।