শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

মিরসরাইয়ে নাশকতা মামলার আসামি গ্রেফতার

| প্রকাশিতঃ ৬ জুলাই ২০১৭ | ৭:৩৪ অপরাহ্ন

চট্টগ্রাম: মিরসরাইয়ে হত্যা ও নাশকতাসহ একাধিক মামলার আসামি রেজাউল করিম প্রকাশ কালা করিমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে মিরসরাই ইউনিয়নের মোটবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রেজাউল করিম মোটবাড়িয়া গ্রামের নুরুল আসলাম মাষ্টারের ছেলে। সে জামায়াত-শিবিরের রাজনীতির সাথে যুক্ত বলে পুলিশ জানিয়েছে।

মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রেজাউল করিমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবসায়ী মোর্শেদ হত্যা মামলাসহ নাশকতার একাধিক মামলা রয়েছে।