শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

| প্রকাশিতঃ ৬ জুলাই ২০১৭ | ৮:২৩ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় পিংকি নাথ (২৫) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাহির সিগন্যাল এলাকার শংকর দেওয়ানজীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পিংকি একই এলাকার শিবলু কুমার নাথের স্ত্রী। তিনি রাউজানের ধামাইরহাট এলাকার অজিত দেবনাথের মেয়ে। তার পাঁচ বছর বয়সী একটি মেয়ে আছে।

চান্দগাঁও থানার ওসি সাইফুল আলম চৌধুরী বলেন, নিহতের স্বজনরা অভিযোগ করেছে বুধবার রাতে পিংকির সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়েছিল। পরে কোন একসময়ে স্বামী, শ্বশুর, শাশুড়ী মিলে তাকে পিটিয়ে হত্যা করেছে। অন্যদিকে পিংকীর শ্বশুর বাড়ির লোকজন জানিয়েছে সে আত্মহত্যা করেছে।

ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর হত্যা নাকি আত্মহত্যা, তা জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।