শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ভ্যান চালকদের টাকা আত্মসাতের দায়ে কারাদণ্ড

| প্রকাশিতঃ ৬ জুলাই ২০১৭ | ১০:১৪ অপরাহ্ন

চট্টগ্রাম: ২৯ ভ্যান চালকের সঞ্চয় করা এক লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুই ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরতৃতীয় হাকিম নাজমুল হোসেন চৌধুরীর আদালত এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- অাব্দুল মামুদ ও অাব্দুর র‌শিদ‌।

বাদি পক্ষের অাইনজীবী মু‌র্শিদা বেগম বলেন, আসামিদের প্র‌ত্যেক‌কে দুই বছ‌রের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা ক‌রে ২০ হাজার টাকা অথর্দন্ড দিয়েছেন আদালত। অনাদা‌য়ে অা‌রও দুই মাস বিনাশ্রম কারাদণ্ডের অা‌দেশ দেয়া হয়। জ‌রিমানা থে‌কে ১৮ হাজার টাকা মামলার খরচ হি‌সে‌বে বাদী‌কে দিতে এবং বাকি দুই হাজার টাকা সরকা‌রি কোষাগা‌রে জমা দিতে বলা হয়েছে।

আদালত সূত্র জানায়, ২৯ জন ভ্যান চালক একটি সমিতি করে দৈ‌নিক ১০ ও এক টাকা সঞ্চয় করে আসছিলেন। এই টাকা বেসরকারী একটি ব্যাংকে জমা রাখা হচ্ছিল। সেখান থেকে এক লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠে দুই আসামির বিরুদ্ধে। এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত খোর‌শেদ অালম চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসে এসে সহায়তা কামনা করেন। এরপর লিগ্যাল এইড অফিসের সহায়তায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর আদালতে মামলা হয়। ২০১২ সালের ২৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বাদী প‌ক্ষে পাঁচজন সাক্ষী ও অাসামী প‌ক্ষে একজন সাফাই সাক্ষী শে‌ষে অাদালত রায় ঘোষণা করেন।

চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অ‌ফি‌সের সহকা‌রী মো. এরশাদুল ইসলাম বলেন, বাদিকে সরকা‌রি খর‌চে অাই‌নি সহায়তা প্রদান করা হয়েছে। এক্ষেত্রে সুবিচার পেতে বাদির কাছ থেকে কোন টাকা খরচ হয়নি।

মামলার বাদি খোর‌শেদ অালম বলেন, এই রায়ে আমি সন্তুষ্ট। লিগ্যাল এইড অ‌ফিস সহায়তা করায় সুবিচার পেতে সহজ হয়েছে।