চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডে গাড়ি চাপায় এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহেদুল ইসলাম জুনাইদ ( ১৩) বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী। সে দক্ষিণ বাঁশবাড়িয়া মগপুকুর এলাকার মোঃ বদিউল আলমের ছেলে।
সীতাকুন্ড থানার এসআই মো. নাছির বলেন, পরীক্ষা শেষে বাড়ি ফিরতে মহাসড়ক পার হচ্ছিল জুনাইদ। এসময় উল্টো দিক থেকে আসা রড তৈরীকারক প্রতিষ্ঠান বিএসআরএম এর একটি দ্রুতগামী লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও উত্তেজিত জনতা মহাসড়কে অবস্থান করে সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্কুলের সভাপতি শওকত আলী জাহাঙ্গীর বলেন, বিএসআরএম এর গাড়িগুলো প্রায় সময় উল্টো পথে চলাচল করে। যার কারনে সড়ক দূর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছ। আজকের এ ঘটনায়ও উল্টো পথে গাড়ি চালাতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।