রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ গ্রেফতার ৩

| প্রকাশিতঃ ৮ জুলাই ২০১৭ | ৬:১৬ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরী ও জেলার ফটিকছড়িতে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। শুক্রবার থেকে শনিবার ভোর পর্যন্ত টানা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সালাউদ্দিন (৩৩), ইমন (২১) ও ছোটন (২৩)।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. আমিরুল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি উপজেলা ও মহানগরীর লালখান বাজার এবং হামজারবাগ এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম এবং বিভিন্ন কোম্পানির সিম জব্দ করা হয়েছে।