রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

‘আওয়ামী লীগ ক্ষমতা হারালে রাতেই ৫ লাখ নেতাকর্মীর লাশ পড়বে’

| প্রকাশিতঃ ৮ জুলাই ২০১৭ | ১০:০৮ অপরাহ্ন

মোর্শেদ নয়ন : আওয়ামী লীগ ক্ষমতা হারালে সেদিন রাতেই ৫ লাখ নেতাকর্মীর লাশ পড়বে বলে আশংকা করছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ।

শনিবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সভায় এই আশংকার কথা জানান প্রবীণ এই আওয়ামী লীগ নেতা। কর্ণফুলী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করতে এই সভার আয়োজন করা হয়েছিল।

মোসলেম উদ্দিন আহমদ বলেন, ‘কালকে যদি আওয়ামী লীগ সরকারের ক্ষমতা চলে যায়, তাহলে রাতেই ৫ লাখ নেতাকর্মীর লাশ পড়বে। বড় নেতারা, যাদের পাসপোর্ট-ভিসা আছে, তারা হয়তো বিদেশে পালিয়ে যেতে পারবে। বাকি নেতাকর্মীদের লাশ হতে হবে।’

কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোসলেম উদ্দিন আহমদ আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে পথে-ঘাটে সালামও বেশী পাওয়া যায়। শান্তিতে রাজনীতি করা যায়। রাতে বাড়িতে ঘুমানো যায়। পুলিশ ঝামেলা করে না।’

তাই সবাইকে সকল ভেদাভেদ ভুলে নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার অনুরোধ জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ।

কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছৈয়দ জামাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হায়দার আলীর রনি সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

সভায় আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ফারুক চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী ও চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী।

আওয়ামী লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশীদের মাঝে উপস্থিত ছিলেন- শিকলবাহা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ। কর্ণফুলী উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাসমত আলী।

মহিলা ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশীদের মাঝে উপস্থিত ছিলেন কর্ণফুলী মহিলা আওয়ামী লীগ সভাপতি মোমেনা আকতার নয়ন, সাধারণ সম্পাদক বানাজা বেগম।

দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করতে বর্ধিত সভার আয়োজন করা হলেও প্রার্থী চূড়ান্ত না করেই মনোনয়ন প্রত্যাশীদের মাঝে ফরম বিতরণ করার মধ্য দিয়ে বর্ধিত সভা শেষ করা হয়।

স্থানীয় সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সাথে পরামর্শ করে আগামীকাল মনোনয়ন চূড়ান্ত করে একক প্রার্থীর নাম কেন্দ্রে পাঠাবেন বলে জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ।

প্রসঙ্গত নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট কর্ণফুলী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা হিসেবে যাত্রা শুরুর পর কর্ণফুলিতে এটি প্রথম ভোট। নির্বাচন কমিশন সংশোধিত সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২৪ জুলাই পর্যন্ত। ২৬ জুলাই বাছাই হবে, ২ আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

নবগঠিত কর্ণফুলী উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭ হাজার ৭৯৯। এরমধ্যে পুরুষ ৫৩ হাজার ৫৯৯ এবং মহিলা ৫৪ হাজার ২০০। নতুন আইন অনুযায়ী দলীয় প্রতীকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্টিত হবে।