চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে ৫২ হাজার জাল টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাত ১১ টা থেকে থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মনিরুল ইসলাম (৫০), মো. ফোরকান (৩২), রাজীব ধর (৪০) ও মো. সোহেল (৩৫)।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে চার জাল নোট ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা চট্টগ্রাম ছাড়াও রাঙ্গামাটি, ঢাকা, কুল্লি¬াসহ দেশের বিভিন্ন জেলায় জাল টাকার ব্যবসা করে আসছিল।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতার মনিরুল ইসলাম জাল নোটের সিন্ডিকেটের দলনেতা। এছাড়া ফোরকান জাল টাকার পেশাদার ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করা হয়েছে।