চট্টগ্রাম: সভ্য জাতির বিকাশ ঘটাতে, সমৃদ্ধশালী দেশ ও উন্নত সমাজ গড়তে হলে জ্ঞানের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
সম্প্রতি বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাউসুফ উদ্দিন মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সহ সভাপতি বশির আহমেদ চৌধুরী, সদস্য রিয়াজ উদ্দিন আহমদ চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ এম. মঞ্জুর উদ্দিন চৌধুরী, প্রাক্তন শিক্ষার্থী ডাঃ লক্ষিপদ দাশ, বিদ্যালয়ের প্রথম ব্যাচের তিন শিক্ষার্থী বেগম হোসনে আরা, ছিদ্দিক আহমাদ চৌধুরী কালন ও মাহমুদ হোছেন।
প্রধান বক্তার বক্তৃতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উদযাপন পরিষদের সদস্য সচিব আমিরুজ্জামান বলেন, দিনে দিনে বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয় মেধা, ক্রীড়া, সাংস্কৃতিক চর্চা সহ আরো পারিপার্শ্বিক ক্ষেত্রে যেভাবে সমৃদ্ধ হচ্ছে। নিঃসন্দেহে এই পুনর্মিলনী এবং আগামী সুবর্ণ জয়šতী উদযাপন বিদ্যালয়ের ঐতিহ্যকে আরো সমৃদ্ধশালী করবে।
অনুভূতি ব্যক্ত করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য ও উদযাপন পরিষদের কার্যকরী সদস্য মিজানুর রহমান শেলিম, প্রাক্তন শিক্ষার্থী ও পরিষদের গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক উপ কমিটির আহ্বায়ক, সাংবাদিক নুরুল ইসলাম, সদস্য সচিব ও শিক্ষক মোরশেদ হুসেইন, প্রাক্তন শিক্ষার্থী ও ছাত্রী বিষয়ক উপ পরিষদের উপ কমিটির আহ্বায়ক, প্রাক্তন শিক্ষার্থী ও পরিষদের কার্যকরী সদস্য জাহাঙ্গির আলম, অর্থ বরাদ্দ উপ পরিষদের যুগ্ম সচিব ফরিদুল আলম, অভ্যর্থনা উপ পরিষদের যুগ্ম আহ্বায়ক মোনায়েম খান।
বক্তৃতার মাঝে মাঝে সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী-২০১৮ উদযাপন পরিষদের বিভিন্ন উপ কমিটিসমূহ উপস্থিতির সামনে ঘোষণা করেন পরিষদের সহ সমন্বয়ক মোঃ রুহুল আমিন, নজরুল ইসলাম, এস এম হুমায়ুন কবির আজাদ, মোঃ সাজ্জাদ হোসেন অবুঝ, এলমুল বাহার শেওয়ানা।
আলোচনা শেষে বিদ্যালয়ের প্রথম ব্যাচের তিন শিক্ষার্থীদের নিবন্ধনের মাধ্যমে সুবর্ণ জয়šতী ও প্রাক্তন শিক্ষার্থী উদযাপন-২০১৮ এর নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে পরিষদের সাংস্কৃতিক বিষয়ক উপ কমিটির আহ্বায়ক মকবুল আহমাদ চৌধুরী সাদাত, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিকের উপস্থাপনায় সদস্য সচিব নূর খান, যুগ্ম সচিব মোঃ শরীফ, ওসমান গণি জয়নাল, মিঠন দাশের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ বরাদ্দ ও পরিকল্পনা বিষুক উপ কমিটির আহ্বায়ক সানাউল্যাহ চৌধুরী শিবলী, উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য ইসলাম মিয়া, বোরহান উদ্দিন, নজরুল ইসলাম দুলাল, আপ্যায়ন কমিটির আহ্বায়ক সালাউদ্দিন সুমন, সদস্য সচিব নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন তরিদ, নিবন্ধন উপ কমিটির আহ্বায়ক মেহাতাব উদ্দিন অবুঝ, সদস্য সচিব গিয়াস উদ্দিন মুন্না, যুগ্ম সচিব মোঃ ওয়াসেল, মাসুম ফরহাদ লিটন, গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক একে এম মঈনুল খায়ের খসরু, যুগ্ম সচিব মিজানুর রহমান, প্রচার ও দপ্তর বিষয়ক উপ কমিটির যুগ্ম আহ্বায়ক আবছার উদ্দিন, একেএম মাঈনুদ্দিন, সদস্য সচিব আনিসুর রহমান, যুগ্ম সচিব নাদিম ফয়েজ, সাজসজ্জা বিষয়ক উপ কমিটির আহ্বায়ক শাহাদাতুল খায়ের চৌধুরী, যুগ্ম সচিব মোঃ শওকত আলী, ক্রীড়া বিষয়ক উপ কমিটির উপদেষ্টা দেলোয়ার হোসেন আনোয়ারী, আহ্বায়ক শহীদ আহমদ চৌধুরী, সদস্য সচিব মোঃ রাশেদ, যুগ্ম সচিব মাঈনুদ্দিন আরিফ, শৃঙ্খলা বিষয়ক উপ কমিটির আহ্বায়ক মুরিদুল আলম, সদস্য সচিব আবূ জাফর চৌধুরী মিজান, শিক্ষা বিষয়ক উপ কমিটির যুগ্ম সচিব মঈন উদ্দিন, দেলোয়ার হোসেন প্রমুখ।