চট্টগ্রাম : মিথ্যা ঘোষণায় আনা ৬ কোটি টাকা দামের একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্প গোয়েন্দা অধিদপ্তর। সোমবার সকাল ১১ টার দিকে চট্টগ্রাম বন্দরের একটি কন্টেইনার থেকে রেঞ্জ রোভার নামে গাড়িটি জব্দ করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা। গাড়িটির মূল্য ৬ কোটি টাকা বলে জানা গেছে।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপ পরিচালক শামীমুর রহমান একুশে পত্রিকাকে জানান, ২০১৩-২০১৪ মডেল এবং ৩ হাজার সিসি ঘোষণা দিয়ে গাড়িটি আমদানি করে রিয়াদ মোহাম্মদ খান নামের গুলশানের এক ব্যক্তি।
সোমবার সকালে কন্টেইনার খোলে দেখা যায়, ৫ হাজার সিসির রেঞ্জ রোভার গাড়িটি। আড়াইশ শতাংশ ডিউটি যোগ করলে যেটির মূল্য দাঁড়ায় প্রায় ৬ কোটি টাকা। শামীমুর রহমান বলেন, চালানটি খালাস করতে পারলে চক্রটি ৩ কোটি টাকার রাজস্ব ফাকি দিতে সক্ষম হতো।
আমদানিকারক রিয়াদ মোহাম্মদ খান পলাতক রয়েছেন। গুলশানের ৭এ, রোড ১৯ এর যে ঠিকানা তিনি সংশ্লিষ্ট কাগজপত্রে দিয়েছেন সেই ঠিকানায় এই নামের কোনো ব্যক্তির অস্তিত্ব নেই বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের এই কর্মকর্তা।
এপডটকম/এটি