চট্টগ্রাম: নগরের খুলশী থানা এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার গরিবুল্লাহ শাহ মাজারের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
খুলশী থানার এসআই আমির হোসেন বলেন, আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পকেটে একটি বাসের টিকেট পাওয়া গেছে। পরিচয় শনাক্তের জন্য যুবকের মরদেহ তিনদিন হিমাগারে রাখার ব্যবস্থা করেছে পুলিশ। তার পরনে কালো ফুলহাতা শার্ট ও প্যান্ট রয়েছে। গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই।