রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

প্রতিবন্ধী শিশুটি আশ্রয় পেলো ভিকটিম সেন্টারে

| প্রকাশিতঃ ১০ জুলাই ২০১৭ | ৯:২৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম : অবশেষে নাম-ঠিকানাবিহীন প্রতিবন্ধী শিশুটি ডবলমুরিং থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে আশ্রয় পেল।

রোববার বেসরকারি উন্নয়ন সংস্থা সায়ডার শিশুটিকে হালিশহর থানায় হস্তান্তর করে।

থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা শিশুটিকে গ্রহণের পর সাধারণ ডায়েরি মূলে ডবলমুরিং থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করেন।

এর আগে গত ২৭ জুন রাতে হালিশহর থানাধীন রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকা প্রধান সড়কে বহুমাত্রিক প্রতিবন্ধী শিশুটিকে পরিত্যক্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। তারা স্থানীয় ইলিয়াছ কলোনির আলেয়া বেগম নামের এক নারীকে শিশুটিকে দেখভালের অনুরোধ করে।

এসময়ের মধ্যে শিশুটির পিতা-মাতা বা অভিভাকের কোনো খোঁজ না পাওয়ায় বৃহস্পতিবার (৬ জুলাই) বেসরকারি উন্নয়ন সংস্থা সায়ডার-এর সহযোগিতা কামনা করেন স্থানীয়রা।

সায়ডার কর্তৃপক্ষ সাময়িক আশ্রয়দাতা আলেয়া বেগমকে রোববার (৯ জুলাই) অফিস খোলা পর্যন্ত শিশুটিকে আর্থিক সহায়তায় দেখভালের পুনঃ অনুরোধ করেন।

রোববার সায়ডার-এর পক্ষ থেকে সংস্থাটির ট্রেজারার মো. জিয়াউর রহমান হালিশহর থানায় শিশুটিকে হস্তান্তর করেন। প্রেসবিজ্ঞপ্তি