চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার সিআরবি এলাকায় পূর্ব বিরোধের জের ধরে মনির হোসেন (৪৫) নামে এক গাড়িচালকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছন থেকে নিহতের মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত মনির হোসেন লক্ষীপুর জেলার শামসুল হকের ছেলে। তিনি পেশায় গাড়িচালক। নগরীর সিআরবি এলাকার স্থানীয় বাসিন্দা।
কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, সিআরবি এলাকায় বিদ্যুতের লাইন টাঙানো ও মাদক নিয়ে মনিরের সাথে প্রতিবেশী কয়েকজনের বিরোধ ছিল। এ নিয়ে রোববার রাতের কোন এক সময় সিআরবি এলাকায় মারামারি ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের হামলার শিকার হয় মনির। পিটুনিতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।