রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক গ্রেফতার

| প্রকাশিতঃ ১০ জুলাই ২০১৭ | ৬:১৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে আড়াই হাজার ইয়াবাসহ নূর মোহাম্মদ (৩২) নামে মিয়ানমারের এক নাগরিক গ্রেফতার হয়েছেন।

রোববার রাতে বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (চট্টগ্রাম মেট্রো) উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করার পর পেটের ভেতর করে ইয়াবা পাচারের বিষয়টি স্বীকার করে নূর মোহাম্মদ। মিয়ানমারের তানায়চক জেলায় তার বাড়ি।

তিনি আরও বলেন, রোববার সকালে বাংলাদেশে প্রবেশ করেন নূর মোহাম্মদ। পরে টেকনাফ থেকে চট্টগ্রাম আসেন। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা হয়েছে।