রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সুস্থ হয়ে চট্টগ্রামে ফিরেছেন আল্লামা শফী

| প্রকাশিতঃ ১০ জুলাই ২০১৭ | ৬:৫৬ অপরাহ্ন

চট্টগ্রাম: ঢাকার একটি বেসরকারী হাসপাতালে দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে চট্টগ্রামে ফিরেছেন হেফাজত আমীর আল্লামা শাহ আহমেদ শফী। সোমবার বিকাল পৌনে ৫টার দিকে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় পৌঁছান তিনি।

হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, হুজুরকে সোমবার সকালে ডাক্তাররা রিলিজ দিয়েছেন। তিনি এখন সুস্থ রয়েছেন। বিকাল পৌনে ৫টার দিকে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে চট্টগ্রামে ফিরেছেন।

এর আগে গত ১৮ মে শারিরীক দুর্বলতা এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে চট্টগ্রাম নগরের সিএসসিআর হাসপাতালে ভর্তি হন আল্লামা শাহ আহমেদ শফী। গত ৬ জুন সেখানে তার অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি প্রায় একমাস চিকিৎসাধীন ছিলেন।