ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেই বসল শ্রীলঙ্কা। তাও নিজেদের মাটিতে। সোমবার হাম্বানটোটায় শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ জিতে নিল গ্রায়েম ক্রেমারের জিম্বাবুয়ে।
শ্রীলঙ্কার জন্য দিনটি কি অন্ধকারের হলেও জিম্বাবুয়ের জন্য দিনটি থাকবে আলোয় ভাস্বর হয়ে। শ্রীলঙ্কার মাটিতে প্রথম তো বটেই ২০০১-০২ মৌসুমের পর টেস্ট খেলুড়ে কোন দলের বিপক্ষে প্রথম সিরিজ জিতলো জিম্বাবুয়ে।
এদিন সকালে টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল জিম্বাবুয়ে। দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের ৮ উইকেটে মাত্র ২০৩ রানে বেঁধে ফেলে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ১১.৫ বল বাকী থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ৩০০র বেশি টার্গেট তাড়া করে জিতে প্রথম চমক দিয়েছিল আফ্রিকার দলটি।