রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রাম বন্দরে ২ হাজার টন বিষাক্ত লবণ জব্দ

| প্রকাশিতঃ ১০ জুলাই ২০১৭ | ৯:৪৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশ্রিত বিষাক্ত খাবার লবণের (সোডিয়াম ক্লোরাইড) দুটি চালান আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

২০ জুন দুই হাজার মেট্রিক টনের দুটি চালান সাময়িকভাবে আটক করে গোয়েন্দা সদস্যরা। সোমবার রাসায়নিক পরীক্ষায় এসব লবণে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পদার্থ সোডিয়াম সালফেটের উপস্থিতি পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক তারেক মাহমুদ বলেন, সোডিয়াম ক্লোরাইডের ঘোষণায় আনা দুটি লবণের চালান আটক করা হয়েছে। রাসায়নিক পরীক্ষার পর দুটি চালান আটক করা হয়। ওই দুটি চালানে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সোডিয়াম সালফেট পাওয়া গেছে। এ ব্যাপারে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য নমুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্য কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ এবং অন্যান্য ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, খাতুনগঞ্জের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আজমির ট্রেডিং কর্পোরেশন এবং মেসার্স আশা এন্টারপ্রাইজ দুই হাজার মেট্রিক টন ওজনের এসব বিষাক্ত লবণ চীন থেকে আমদানি করেছে। চালানগুলোর বিষয়ে গোপন সংবাদ থাকায় খালাসের আগে গত ২০ জুন শুল্ক গোয়েন্দারা এগুলো সাময়িকভাবে আটক করে। পরবর্তীতে চালানগুলো থেকে নমুনা নিয়ে কাস্টম হাউস (চট্টগ্রাম) রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়।

এই রাসায়নিক পরীক্ষায় প্রাথমিকভাবে এতে সোডিয়াম সালফেটের অস্তিত্ব পাওয়া যায়। সোডিয়াম সালফেট রাসায়নিক পদার্থটি মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। এটি মূলত ডিটারজেন্ট তৈরিতে এবং ড্রাইং এজেন্ট হিসেবে বিভিন্ন শিল্পে ব্যবহার হয়। ভেজাল হিসেবে এটি শরীরে প্রবেশ করলে কিডনি ফেইলিওরসহ নারী ও শিশুদেহে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে।