রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

| প্রকাশিতঃ ১১ জুলাই ২০১৭ | ৭:৫০ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে হরিদা ঘোনা এলাকায় বিমানটি বিধস্ত হয় বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান।

বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান মো. জুনাইদ বলেন, দুর্ঘটনার সময় দুই পাইলট উইং কমান্ডার নাজমুল ও কো-পাইলট স্কোয়াড্রন লিডার কামরুল প্যারাস্যুটের মাধ্যমে আত্মরক্ষা করতে পারলেও বিমানটি বিধ্বস্ত হয়। পরে বিমান বাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টারের দুই পাইলটকে নিয়ে যায়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, চট্টগ্রাম বিমান ঘাঁটি থেকে বেলা ২টায় উড্ডয়নের কিছুক্ষণ পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ওয়াই এ কে ১৩০ প্রশিক্ষণ বিমানটির। দুপুর আড়াইটার দিকে লোহগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের হরিদারঘোনার দুর্গম এলাকায় সেটি বিধ্বস্ত হয়।

এ বিষয়ে লোহাগড়ার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নিরাশ দাস সাগর জানান, উদ্ধার অভিযান এখনো চলছে এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।