রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ছাত্রলীগের একমাত্র এজেন্ডা হওয়া উচিত আগামী নির্বাচন : চবি উপাচার্য

| প্রকাশিতঃ ১১ জুলাই ২০১৭ | ৯:৫৫ অপরাহ্ন

চট্টগ্রাম: বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনায় ছাত্রলীগকে আগামী নির্বাচনে জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য মনোনীত হওয়ার পর সাবরিনা চৌধুরী বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ পরামর্শ দেন।

এ সময় উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ছাত্ররাই সমাজে জনমত তৈরীতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে। আর যুগ যুগ ধরে ছাত্রসমাজের প্রতিনিধিত্ব করে আসছে ছাত্রলীগ। বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে গুরুত্বপূর্ণ অংশীদার এ সংগঠন।

তিনি বলেন, আগামী নির্বাচনই বর্তমান ছাত্রলীগের সামনে একমাত্র এজেন্ডা হওয়া উচিত। ছাত্রলীগের নেতাকর্মীদের এখনই তাই নিবার্চনমুখী প্রস্তুতি নিতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের যে চেহারা পাল্টিয়েছে তা জনতার সামনে তাদেরই তুলে ধরতে হবে। পাশাপাশি মৌলবাদি শক্তির ষড়যন্ত্রকারীদের উপর নজরদারি বাড়াতে হবে।

কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী সাবরিনাকে এ সময় উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের ছাত্রীদের মাঝে বিশ্ববিদ্যালয় নিয়মকানুন অবহিত করতে কর্মসূচি নেওয়া উচিত। শাটলট্রেনের দরজায় বসে বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ছিনতাই ও হামলার শিকার হচ্ছে ছাত্রীরা। এ বিষয়ে সচেতনতা তৈরীর দায়িত্ব ছাত্রলীগকে নিতে হবে।

এছাড়া আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন ও সুশাসনের নজিরগুলো বেশি বেশি প্রচারের জন্য সাবরিনাসহ উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীদের পরামর্শ দেন উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

এ সময় উপাচার্যকে ফুল দিয়ে সম্মাননা জানান সাবরিনা চৌধুরী। এছাড়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, চবি প্রক্টর আলী আজগর চৌধুরী, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত হওয়া কমিটির সিনিয়র সহ সভাপতি সহ সভাপতি মনসুর আলম, মোহাম্মদ মামুন, সাখাওয়াত রায়হান, আব্দুল মালেক, রাকিব উদ্দিন, যুগ্ম সম্পাদক আবু তোরাব পরশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক দিনার, সহ-সম্পাদক পারভেজ প্রমুখ।