রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

একুশে পত্রিকার সম্পাদকীয় পরামর্শক দীপু ছিনতাইয়ের শিকার

| প্রকাশিতঃ ১২ জুলাই ২০১৭ | ৫:১৯ অপরাহ্ন

চট্টগ্রাম: এবার চট্টগ্রামে ছিনতাইয়ের শিকার হয়েছেন একুশে পত্রিকার সম্পাদকীয় পরামর্শক নজরুল কবির দীপু।

মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে নগরের খুলশী থানার আমবাগান শাহজাহান মাঠ এলাকায় এই ঘটনা ঘটেছে।

নজরুল কবির দীপু বলেন, রাতে সিএনজি অটোরিকশা নিয়ে বাসায় ফেরার পথে আমবাগান শাহজাহান মাঠ এলাকায় পৌছলে ছিনতাইকারীরা গাড়ি আটকায়। এরপর সাথে থাকা ২৫ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা সংখ্যায় পাঁচজন ছিলেন।

খুলশী থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। ছিনতাই হওয়া টাকা ও মোবাইল উদ্ধারের চেষ্টা চলছে।