চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় স্ত্রীকে গলা টিপে হত্যা করেছেন এক ব্যক্তি। বুধবার দুপুরে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেলে হাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম নুরতাজ বেগম (৩৫)। ঘটনার পর থেকে পলাতক স্বামী মোহাম্মদ নাছির। এই দম্পতির তিন ছেলে-মেয়ে রয়েছে।
বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন বলেন, ঝগড়ার জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করে পালিয়ে যায় নাছির। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।