রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

নারীকে ব্ল্যাকমেইল করে টাকা দাবির অভিযোগে তরুণ গ্রেফতার

| প্রকাশিতঃ ১৩ জুলাই ২০১৭ | ৬:০৩ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের চান্দগাঁও থানায় তথ্যপ্রযুক্তি ও পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনের এক মামলায় ইমরান সরকার (১৮) নামে এক তরুণকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে বগুড়া সদরের গ্রীনল্যান্ড হাউজিং সোসাইটি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইমরান গাইবান্ধার গোরিন্দগঞ্জ উপজেলার নাগের ভিটার বাসিন্দা তাজউদ্দিন সরকারের ছেলে।

পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামের বেপজা কলেজ থেকে এইচএসসি পাশ করে বগুড়া থাকেন ইমরান। মাস ছয়েক আগে বয়সে প্রায় দ্বিগুণ বয়সী এক নারীর সঙ্গে তার ফেইসবুকে পরিচয় হয়। এরপর ফোনালাপ, প্রণয়ের সূত্রে অশ্লীল ছবি সংগ্রহ করে ইউটিউবে প্রচার করে চার দফায় ৩ লাখ ৭০ হাজার টাকা আদায় করে ইমরান। একের পর এক টাকা দাবির প্রেক্ষিতে চট্টগ্রামের বাসিন্দা ওই নারী ব্ল্যাকমেইল করে টাকা দাবির অভিযোগে নগরীর চান্দগাঁও থানায় ‘তথ্যপ্রযুক্তি ও পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে’ গত ১ জুলাই মামলা দায়ের করেন। এরপর বগুড়া সদরে অভিযান চালিয়ে বুধবার গ্রেফতারের পর রাতে ইমরানকে চট্টগ্রামে নিয়ে আসে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেয়া চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইলিয়াছ খান বলেন, গত ৪ মার্চ প্রথম দফায় স্বামী পরিত্যক্তা ওই নারীর কাছ থেকে দুই লাখ টাকা ধার নেয় ইমরান। এ টাকায় বগুড়ার এক কলেজ ছাত্রীকে বিয়ে করে সে। ‘ইমরান সরকার’ নামে তার একটি আইডি থাকলেও ‘কাব্য শাহরিয়ার’ নামে একটি ভুয়া আইডি চালিয়ে সে এই অপরাধ করে।

তিনি আরও বলেন, পঞ্চম শ্রেণিতে বৃত্তি পাওয়ার পর জেএসসিতেও জিপিএ-৫ পেয়ে বৃত্তি পায় ইমরান। ২০১৪ সালে এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পায়। গত বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও বিষয় পছন্দ না হওয়ায় ভর্তি হয়নি। পড়াশুনায় ভালো হলেও পরিবারের নজরদারি না থাকা এবং ইন্টারনেটের অপব্যবহারের কারণে অপরাধে যুক্ত সে।