রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ভিয়েতনাম থেকে আমদানি করা চালের প্রথম চালান এসেছে

| প্রকাশিতঃ ১৩ জুলাই ২০১৭ | ৭:০৯ অপরাহ্ন

চট্টগ্রাম: ভিয়েতনাম থেকে আমদানি করা চালের প্রথম চালান এসে পৌঁছেছে। বৃহস্পতিবার সকালে ভিসাই ভিসিপি-৫ নামের চাল বোঝাই জাহাজ কুতুবদিয়ায় বহির্নোঙরে পৌঁছে।

খাদ্য অধিদফতর চট্টগ্রামের নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম বলেন, ভিয়েতনাম থেকে আমদানি করা চালের প্রথম চালান এসেছে। এই চালানে ২০ হাজার মেট্রিক টন চাল রয়েছে। এই চাল আমদানির জন্য গত ১৪ জুন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমতি দেয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানি ভিনাফুড টু-এর সঙ্গে চুক্তি হয়।

তিনি আরও বলেন, এরপর বৃহস্পতিবার প্রথম চালান এসে পৌঁছায়। আগামী ১৮ জুলাই দ্বিতীয় চালান এবং ২২ জুলাই তৃতীয় চালানটি দেশে পৌঁছাবে। আমদানি করা চালের ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দর হয়ে আসবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম বলেন, চাল নিয়ে আসা জাহাজটি কুতুবদিয়া চ্যানেলে এসেছে। বন্দর জেটিতে আসতে আরও কয়েকদিন সময় লাগবে। নমুনা পরীক্ষা-নিরীক্ষার পরে জাহাজ জেটিতে আসবে।