রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

| প্রকাশিতঃ ১৩ জুলাই ২০১৭ | ৭:১২ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ দুজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত সামশুল হক (৭০) নগরীর খুলশী আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের বাসিন্দা ও মো. জসিম (৩৫) নগরীর টেক্সটাইল গেইট এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে খুলশী এলাকায় সড়কের পাশ দিয়ে হাঁটার সময় যাত্রীবাহী রাইডার (হিউম্যান হলার) সামশুল হককে চাপা দেয়। হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, বুধবার রাতে নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় মিনিবাস চাপায় জসিম নামের একজনের মৃত্যু হয়েছে। রাত ৯টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।