রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সোনার বারসহ গ্রেফতার ৩

| প্রকাশিতঃ ১৩ জুলাই ২০১৭ | ১০:০৯ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরের কর্ণফুলী থানার মইজ্জ্যার টেক থেকে নয়টি সোনার বারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের বাসিন্দা রহমত উল্লাহ (৩৮), মো. শফি (৭০) ও ইয়াসমিন আক্তার (৪০)।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আরেফীন জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা উদ্ধারের জন্য কক্সবাজার থেকে আসা একটি বাস থেকে তাদের আটক করে তল্লাশি করা হয়। পরে পায়ূপথে স্বর্ণের বার আনার কথা স্বীকার করে তারা। তারা প্রত্যেকে তিনটি করে বার নিয়ে চট্টগ্রাম এসেছিলেন। উদ্ধার করা বারগুলোর ওজন দেড় কেজি।