রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সীতাকুন্ডের ত্রিপুরা পল্লীতে পুষ্টিকর খাবার বিতরণ

| প্রকাশিতঃ ১৪ জুলাই ২০১৭ | ৬:৩৬ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ত্রিপুরা পল্লীর ৬৫ পরিবারের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকালে এসব খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভূঁইয়া।

সীতাকুন্ডের দুর্গম ত্রিপুরা পল্লীর শিশুরা দীর্ঘদিনের অপুষ্টির কারণে এক ধরনের সংক্রমণে আক্রান্ত হচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ প্রেক্ষিতে পুষ্টিকর খাবার বিতরণ করা হলো প্রশাসনের পক্ষ থেকে।

সীতাকুন্ডের সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমিন বলেন, স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞ দল ত্রিপুরা পল্লীর ৯ শিশুর মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে অপুষ্টিকেই দায়ী করেছেন। এ অবস্থায় সেখানে থাকা ৬৫ পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, দুই কেজি আলু ও এক ডজন ডিম তুলে দেওয়া হয়।

এদিকে এর আগে বৃহস্পতিবার ত্রিপুরা পল্লীর প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা এবং ১০ কেজি করে চাল সহায়তা দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।