রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

মুক্তিযুদ্ধে গণহত্যা ও নির্যাতন আর্কাইভ উদ্বোধন রোববার

| প্রকাশিতঃ ১৫ জুলাই ২০১৭ | ৮:১১ অপরাহ্ন

চট্টগ্রাম: শহীদ আলী করি ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যা ও নির্যাতন আর্কাইভ’ উদ্বোধন করা হবে রোববার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রখ্যাত ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুনতাসীর মামুন।

রোববার বিকেল ৪টায় খুলশীর ঝাউতলা এলাকায় বিজিএমইএ ভবনের দক্ষিণে অবস্থিত নৈতিক স্কুল প্রাঙ্গণে এ আর্কাইভ উদ্বোধন করা হবে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার জনাব ইকবাল বাহার চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র চট্টগ্রামের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, বিশেষ অতিথি থাকবেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডার মোজাফফর আহমদ। সভাপতিত্ব করবেন শহীদ আলী করিম ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন।

এ প্রসঙ্গে শহীদ আলী করিম ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন পাতিস্তানিবাহিনী ও তাদের দোসর, শান্তিবাহিনী, রাজাকার ও বিহারীরা ত্রিশলক্ষ বাঙালীতে হত্যা ও দুই লক্ষ মা-বোনের ইজ্জত নষ্ট করেছিল। নিহতদের মধ্যে রেলওয়ে কর্মকর্তা, কর্মচারী ও তাদের স্বজনদের বাংলাদেশের বিভিন্ন স্থানে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করেছিল- যা আজ কালের বিবর্তে হারিয়ে যেতে বসেছে। রেলওয়েসহ তেমন কোন সংগঠন এসব নিষ্ঠুর বিভীষিকাময় হত্যাকান্ডের স্মৃতিসমূহ ধরে রাখেনি। এখনো অনেকে জীবিত আছেন যারা এ ধরণের ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। এসব ঘটনাগুলো যদি আমরা সংরক্ষণ করতে না পারি, তাহলে কালের আবর্তে মুক্তিযুদ্ধের ইতিহাস হারিয়ে যাবে অথবা বিকৃত হয়ে যাবে।

তিনি আরও বলেন, ‘শহীদ আলী করি ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছে, এসব শহীদদের স্মৃতি রক্ষা করে তাদের ছবি, ব্যবহৃত জিনিসপত্র, লিখা, প্রবন্ধ, কবিতা যদি থাকে সংরক্ষণ করবে। এবং শহীদ হওয়ার তারিখসহ বিস্তারিত বর্ণনা থাকবে। যা থেকে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধে সঠিক ইতিহাস জানতে পারবে। রোববার বিকেল ৪টায় ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যা ও নির্যাতন আর্কাইভ’টির উদ্বোধন করা হবে।