রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

৪৩ বোতল ফেসসিডিল উদ্ধারের মামলায় যাবজ্জীবন

| প্রকাশিতঃ ১৬ জুলাই ২০১৭ | ৬:৪৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। রোববার চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নূরে আলম এই রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত মো. নুরুল আলম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ চৌধুরীহাট এলাকার চরা গাজির বাড়ি এলাকার বাসিন্দা। তিনি জামিনে গিয়ে পলাতক আছেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা পিপি লোকমান হোসেন বলেন, ২০০৮ সালের ৬ মার্চ নুরুল আলমের বাড়িতে অভিযান চালিয়ে ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় হাটহাজারী থানায় মামলায় হয়। ২০০৮ সালের ১৬ এপ্রিল অভিযোগপত্র দেয়ার পর ৪ জুন অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। ছয়জনের সাক্ষ্য শেষে আদালত রায় দিয়েছেন।