চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় ‘ছাদ থেকে পড়ে’ এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গৃহকর্ত্রীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে ডিওএইচএস আবাসিক এলাকার একটি ছয় তলা ভবনে এই ঘটনা ঘটে।
নিহত লিমা আক্তার (১৩) কক্সবাজারের চকরিয়া এলাকার বাসিন্দা; তার বাবা-মা কেউ বেঁচে নেই। আটক শাহেদা আক্তার প্রবাসী মো. বখতেয়ারের স্ত্রী; তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, দুই বছর ধরে বখতেয়ারের বাসায় কাজ করতো লিমা। সোমবার সকালে ছাড় থেকে পড়ে তার মৃত্যু হয়। ওই বাসার লোকজন দাবি করছে, কাপড় শুকাতে ছাড়ে গিয়ে অসর্তকতাবশত সে পড়ে গেছে। তবে এই ঘটনার পেছনে ভিন্ন কিছু আছে কিনা তা আমরা তদন্ত করছি।
তিনি আরও বলেন, গুরুত্বর আহত লিমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান শাহেদা। সেখান থেকে শাহেদাকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার স্বামী ঘটনার সময় বাসায় ছিলেন না। তাকেও থানায় আসতে বলা হয়েছে।