শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে আজ মঞ্চস্থ হবে ‘পুণ্যাহ’

| প্রকাশিতঃ ২ ফেব্রুয়ারী ২০২৩ | ১২:৩৫ অপরাহ্ন


চট্টগ্রাম : নাট্যকেন্দ্রের নতুন নাটক ‘পুণ্যাহ’ আজ মঞ্চস্থ হবে চট্টগ্রামে। প্রতিনিধি নাট্যসম্প্রদায় আয়োজিত উৎসবে আজ সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে নাটকটির প্রদর্শনী হবে।

বদরুজ্জামান আলমগীরের লেখা এ নাটকের নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক। ‘পুণ্যাহ’ নাট্যকেন্দ্রের পঞ্চদশ প্রযোজনা।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ঝুনা চৌধুরী, ইকবাল বাবু, শেখ মাহবুবুর রহমান, রামকৃষ্ণ মিত্র হিমেল, সাইফুল, হাবিব মাসুদ, নুরে আলম নয়ন, সংগীতা চৌধুরী, ইবতেসাম মাহমুদ শ্যামা, মনামী ইসলাম কনক, শহিদুল্লাহ সবুজ, কৌশিক বিশ্বাস, সাজিদ উচ্ছাস, এসআই রাজ, ইফফাত আরা, লিনসা, ঐন্দ্রিলা, তন্ময় ও রুমি।

প্রযোজনা প্রসঙ্গে নির্দেশক ইউসুফ হাসান অর্ক বলেন, বিভিন্ন সময় প্রাকৃতিক বিপর্যয় কিংবা মানবসৃষ্ট সংকটকালে মানুষ নতুন করে ভাবতে চায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অথবা সম্প্রতি ঘটে যাওয়া মহামারি করোনার সময়েও আমরা থমকে দাঁড়িয়েছিলাম। সাম্প্রতিক পৃথিবীর যে বিপর্যস্তকাল, তা আমাদের এমন কিছু প্রশ্নের সম্মুখীন করেছিল। সেই দায় থেকেই পুণ্যাহ নিয়ে কাজ করার তাগিদ অনুভব করেছি। একটি বিধ্বস্ত জনপদ এখানে প্রেক্ষাপট মাত্র।

তাই বিবৃতিমূলক কাহিনি বয়ানে নাট্যকার যেমন চরিত্র-চিত্রণ, দ্বান্দ্বিকতা ইত্যাদির নানা উদ্ভাস রচনা করেছেন, তেমনি আমরাও একটি সহজ প্রতিভঙ্গিতে নিরাভরণ ক্যানভাসে পাপ-পুণ্য, ন্যায়-অন্যায়, ঠিক-ভুল ইত্যাদি ধারণা সম্পর্কে দরদিয়া অভিব্যক্তি প্রকাশ করার চেষ্টা করেছি। সেই সুবাদে ‘প্রাকৃতিক দুর্যোগ’ কিংবা ‘মানবসৃষ্ট ধ্বংস-অন্যায়’ সমান্তরালে অনুধাবিত হয়েছে।

প্রযোজনাটির আলোক পরিকল্পনা করেছেন অম্লান বিশ্বাস। পোশাক পরিকল্পনা করেছেন সাজিয়া আফরিন। কোরিওগ্রাফি করেছেন প্রান্তিক দেব।