রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সীতাকুন্ডে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

| প্রকাশিতঃ ১৯ জুলাই ২০১৭ | ৭:৪৫ অপরাহ্ন

চট্টগ্রাম: সীতাকুন্ডের বাড়বকুন্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বেলা সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুলসুমা বেগম (২০) বাড়বকুন্ড ইউনিয়নের পশ্চিম মান্দারীটোলা গ্রামের মোঃ নুরুল ইসলাম বাদশার স্ত্রী।

সীতাকুন্ড থানার এসআই আরিফুল ইসলাম বলেন, বাড়ির পাশে একটি বিদ্যুৎ খুঁটিতে থাকা তার গৃহবধুর গায়ের উপর পড়লে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে চমেক মর্গে পাঠানো হয়েছে।