
চট্টগ্রাম : চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (সিআইটিএফ) ৪০০ স্টলে অংশ নিচ্ছে দেশি-বিদেশি ৩০০ এর বেশি প্রতিষ্ঠান। দেশের শতবর্ষী প্রাচীন বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ৩০তম এ মেলার উদ্বোধন হবে ১৬ ফেব্রুয়ারি।
নগরীর রেলওয়ে পোলোগ্রাউন্ড মাঠে আগামী বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় অনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় কেনাকাটা করতে পারবেন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলে আয়োজিত সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান মেলা আয়েজক কমিটির আহ্বায়ক এ কে এম আক্তার হোসাইন।
তিনি বলেন, ‘চার লাখ বর্গফুটের পলোগ্রাউন্ড মাঠে মেলা হবে। এবার ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১১টি ফুড স্টল, পার্টনার কান্ট্রি ভারত, থাইল্যান্ড ও ইরানসহ ৩টি আলাদা জোন নিয়ে ৪০০টি স্টলে ৩০০টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।’
সংবাদ সম্মেলন চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চেম্বার পরিচালক অহিদ সিরাজ স্বপন, অঞ্জন শেখর দাশসহ পরিচালকরা উপস্থিতি ছিলেন।
চেম্বার সভাপতি বলেন, ‘আমরা ছোট পরিসরে ১৯৯৩ সালে শুরু করেছিলাম। সেই ধারাবাহিকতায় এবার ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করতে যাচ্ছি। ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা হয় সরকারি সহায়তায়। চট্টগ্রামের মেলা চেম্বার নিজস্ব উদ্যোগে আয়োজন করে আসছে। কালের পরিক্রমায় এই বাণিজ্য মেলা নগরবাসী তথা চট্টগ্রামের সাধারণ মানুষের প্রাণের মেলায় রূপ নিয়েছে।’
বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা মেলা পরিদর্শন করবেন। এতে করে সেসব দেশে দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন চেম্বার সভাপতি।