চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ এক যুবককে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। রোববার ভোররাতে তাকে সৈয়দ শাহ রোডের জুলেখা মনজিলের পঞ্চম তলার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার মো. নোমান (৩২) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের জামাল আহম্মদের ছেলে।
পুলিশ জানায়, অভিযানে বাসায় অভিযান চালিয়ে ৪৬৪টি বিভিন্ন অপারেটরের সিম, চ্যানেলযুক্ত একটি গেটওয়ে মেশিন, একটি ওয়্যারলেস সেট, ১টি ল্যাপটপ, ১টি আইপিএস, ১টি ১২ ভোল্টের ব্যাটারি, ১টি ওয়াইম্যাক্স মডেম মেশিন, ৫টি চার্জার, ৫টি অ্যান্টেনা ও ৪টি মডেমসহ আরও বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ৮ মাস আগে সৌদিআরব থেকে দেশে ফিরেন নোমান। তিন মাস আগে বাকলিয়ায় বাসা ভাড়া নিয়ে ভিওআইপির ব্যবসা শুরু করেন। তার বাসা থেকে প্রায় ৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় টেলিযোগাযোগ আইনে মামলা হয়েছে।