শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

শোকর-এ মওলা মঞ্জিলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

| প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৩ | ৫:০৮ অপরাহ্ন


চট্টগ্রাম : শোকর-এ মওলা মঞ্জিলের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জিকিরে শাহানশাহ, মাইজভাণ্ডারী দর্শন’ শীর্ষক আলোচনা ও মিলাদ মাহফিল আগামী ১০ মার্চ (শুক্রবার) সন্ধ্যায় হারুয়ালছড়ির পাটিয়ালছড়িস্থ শোকর-এ মওলা মঞ্জিলে অনুষ্ঠিত হবে।

উক্ত পবিত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট মাইজভাণ্ডারী লেখক ও গবেষক মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।

এতে আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্ল্যাহ, সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী এবং মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য কাজী মাওলানা মোহাম্মদ হাবিবুল হোসাইন।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন পর্যায়ের বরেণ্য শিক্ষাবিদ, শিক্ষক প্রতিনিধি, রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষানুরাগী উপস্থিত থাকবেন।