রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

পটিয়া ইউনিয়ন কৃষি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি অসিত বড়ুয়া

| প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৩ | ৮:০১ অপরাহ্ন


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়া ইউনিয়ন কৃষি স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটি অনুমোদিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন জঙ্গলখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসিত বড়ুয়া।

সোমবার (২০ মার্চ) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী উক্ত কমিটির অনুমোদন দেন।

জানা গেছে, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রবিধানমালা ২০০৯ এ বর্ণিত ৭ ধারা অনুসারে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে পারবে বোর্ড। প্রবিধান ৩৯ এর উপ-প্রবিধান (২) অনুসারে, এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করবে। তবে শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রদান করতে পারবে না।

ম্যানেজিং কমিটিতে বোর্ড কর্তৃক মনোনীত অন্যরা হলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল সদস্য সচিব, জামাল উদ্দিন চৌধুরী বাদল দাতা সদস্য, শওকত আলী, জাহাঙ্গীর আলম ও আহমুদুল হক অভিভাবক সদস্য, রিমু বড়ুয়া সংরক্ষিত মহিলা সদস্য, এস এম হাছান জামান মহিলা অভিভাবক সদস্য, ওমর ফারুক শিক্ষক প্রতিনিধি, হাসিনা আকতার মহিলা শিক্ষক প্রতিনিধি।