
চট্টগ্রাম : কোরআনকে অনুসরণ করলে মানবজীবনে কোনো অশান্তি থাকবে না বলে মন্তব্য করেছেন ঢাকার বায়তুল মোকাররম মসজিদের জুমা-পূর্ব আলোচক মাওলানা খন্দকার মাহবুবুল হক।
সোমবার দুপুরে সাতকানিয়ার কেরানিহাট দারুল হিকমাহ একাডেমীর হিফ্জ বিভাগের দস্তারবন্দী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা খন্দকার মাহবুবুল হক বলেন, কোরআন হচ্ছে সম্পূর্ণ জীবন ব্যবস্থার নাম। কোরআনকে অনুসরণ করলে মানবজীবনে কোনো অশান্তি থাকবে না। থাকবে না হিংসা হানাহানি। এখানে সেই কোরআন শেখানো হয়। এটি অত্যন্ত মহৎ কাজ। যারা এই মহৎ কাজে জড়িত তাদেরকে আল্লাহ তা’আলা উত্তম প্রতিদান দান করবেন।
একাডেমির প্রতিষ্ঠাতা সাংবাদিক শহীদুল ইসলাম বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুনতীর ১৯ দিনব্যাপী সিরাতুন্নবী (সঃ) মাহফিল বাস্তবায়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালেক মো. ইবনে দিনার নাজাত, ইসলামী ব্যাংকের কেরানিহাট শাখার ম্যানেজার আনোয়ার হোসাইন, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি মামুন মোহাম্মদ, কেরানিহাট মা-শিশু জেনারেল হাসপাতালের ভাইস চেয়ারম্যান আজিজুল হক, আলফা হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের এমডি রবিউল হাসান খোকন, চিকিৎসক মো. সোয়াইব, এলাইট হসপিটালের পরিচালক মোস্তাক আহমদ, সাংবাদিক মিজানুর রহমান রুবেল ও মাইমুনা শপিং সেন্টারের স্বত্বাধিকারী নজরুল ইসলাম বাদশা প্রমুখ।
একুশে/প্রেস বিজ্ঞপ্তি