শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

অভিনয়ে ফিরেছেন মিথিলা

| প্রকাশিতঃ ২৯ জুলাই ২০১৭ | ১১:২৪ পূর্বাহ্ন

ঢাকা: অভিনেতা ও সংগীত শিল্পী তাহসানের সঙ্গে ১১ বছরের দাম্পত্য জীবন চুকিয়ে অনেকটা আড়ালে চলে যাওয়া মিথিলা ফিরেছেন অভিনয়ে।

নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘ব্যাচ ২৭’ নাটকের সিক্যুয়ালে অভিনয়ের মধ্যে দিয়ে অভিনয় জগতে প্রত্যাবর্তন করলেন মিথিলা। বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে।

‘ব্যাচ ২৭’ নাটকের সিক্যুয়ালের এবারের পর্বের নাম ‘ব্যাচ ২৭- দ্য লাস্ট পেইজ’। প্রথম কিস্তিতে অপর্ণা ঘোষ অভিনয় করলেও এবারের পর্বে এবার তাদের সঙ্গে থাকছেন মিথিলা। তার সঙ্গে রয়েছেন অপূর্ব। অপূর্বকে পাইলটের চরিত্রে দেখা যাবে।

ঈদুল আযহায় নাটকটি এনটিভিতে প্রচার হওয়ার কথা রয়েছে।