কোপেনহেগেন: প্রবাসে দেশের ভাবমূর্তি রক্ষায় সজাগ থাকার জন্য প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা সিটি মেয়র আনিসুল হক। ডেনমার্ক আওয়ামী লীগের প্রতিনিধি দলের এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের রেডিসন স্কেন্দিক হোটেলে এ সাক্ষাত হয়।
মেয়র আনিসুল হক বলেন, ‘আপনারাই দেশের প্রতিনিধিত্ব করেন বিদেশে। আপনাদের মাধ্যমে দেশ সম্পর্কে বিদেশীদের ধারনা হয়। সুতরাং আমাদের সবাইকে প্রবাসে দেশের ভাবমূর্তি রক্ষায় সজাগ থাকতে হবে।’
এদিকে গত ৬ ও ৭ জুন সিটি মেয়রদের আন্তর্জাতিক সম্মেললে যোগ দিতে মেয়র আনিসুল হক কোপেনহেগেনে আসেন। এ সময় মেয়রের সাথে কুশল বিনিময় করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এম.এ গণি।
এর আগে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতে মেয়র আনিসুল হক ডেনমার্ক প্রবাসী বাঙালীদের খোজ খবর নেন। এছাড়া বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য আরো বেশি প্রচার করতে ডেনমার্ক আওয়ামী লীগকে পরামর্শ দেন। একই সাথে বিদেশী পররাষ্ট্র মিশনে বিএনপি জামাত জোটের দেশ বিরোধী চক্রান্তের বিবরণ সংবলিত স্মারকলিপি প্রদান করার জন্যও আহ্বান জানান।
মেয়র আনিসুল হকের কাছে ডেনমার্ক আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ডের বিবরণ তুলে ধরেন সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন ও সাধারণ সম্পাদক ড.বিদ্যুত বড়ুয়া।
প্রতিনিধি দলে আরো ছিলেন- ডেনমার্ক আওয়ামী লীগের সহসভাপতি আ, ন,ম আরিফ খালেক, ইকবাল হোসেন মিঠু, সাংগঠনিক সম্পাদক মোতালেব ভুইয়া, দপ্তর সম্পাদক হিল্লোল বড়ুয়া, পরিবেশ সম্পাদক ফাহমিদ আল মাহিদ, সদস্য মাহফুজুর রহমান, মাসুদ চৌধুরী।
এ সময় মেয়র আনিসুল হকের পিএস আ ক ম মিজানুর রহমান উপস্থিত ছিলেন