
চট্টগ্রাম : নগরীর ওয়াজেদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোরশেদুল আলম কাদেরী। দোয়া ও মিলাদ পরিচালনা করেন ওয়াজেদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জাহেদ হোসেন খান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষিকা সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষক করিমুন্নেসা বেগম, আবুল কালাম চৌধুরী, রুবি দাশ ও নাহিদ নাসরিন।
অনুষ্ঠান বক্তারা বলেন, উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোন জাতি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আমাদেরকেও শিক্ষার মাধ্যমে সুন্দর আগামী গড়তে হবে। সুশিক্ষিত তরুণরাই হবে আগামীর দেশ গড়ার কারিগর। আগামীর তারুণ্যের প্রতিনিধি হচ্ছে আমাদের পরীক্ষার্থীরা। ভালো ফলাফল করে তারা নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।